মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে নয়টি পাঁচশ’ টাকা জাল নোটসহ লিটন চন্দ্র দাস (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) ভোরে বরমচাল বাজার থেকে তাকে আটক করা হয়।
কুলাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মইনুউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বরমচাল বাজারে অভিযান চালিয়ে নয়টি পাঁচশ’ টাকার জাল নোটসহ লিটন চন্দ্র দাসকে আটক করে পুলিশ।
তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
আরএ