ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বড়লেখায় চা বাগান কর্মীর মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
বড়লেখায় চা বাগান কর্মীর মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার  ছোটলেখা চা বাগানের জামাল উদ্দিন (৪৪)  নামে এক নিরাপত্তা প্রহরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ষাটমা ছড়ার ব্রিজের নিচে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।



মৃত জামাল উদ্দিন দক্ষিণ বড়লেখা সদর ইউনয়নের  উত্তর ডিমাই গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে।

এদিকে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে লাবু দাস (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, জামাল উদ্দিন ৭ অক্টোবর রাতে বাগানে ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন রাতে ষাটমা ছড়ার ব্রিজের নিচে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা।

পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
 
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।