ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার ফুলবাড়ী গেট নামক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি(৪২) নিহত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখার সময় পুলিশ তার মরদেহ উদ্ধার করছিল।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ট্রেনে কাটা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে বারবাজার পুলিশ ক্যাম্পে জানায়। পরে বারবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা কালীগঞ্জ থানায় খবর দেয়।
খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ রেলওয়ে পুলিশকে সঙ্গে নিয়ে মরদেহ উদ্ধার করতে যায়। স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা যান।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
আরএ