ঢাকা: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার চাইলেন মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের স্ত্রী তামান্না জাহান।
শুক্রবার (০৯ অক্টোবর) বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করে যাওয়া সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এর আগে সকাল ১০টা ৪৭ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে যান তার স্ত্রী তামান্না জাহান, তিন ছেলে আলী আহমেদ মাবরুব, আলী আহমেদ তাজদিদ, আলী আহমেদ তাহকিক ও মেয়ে তামরিন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তামান্না জাহান বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া হবে কি না এ বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা হয়নি।
কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর আলম তাদের কারাগারে দেখা করার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
আপিল বিভাগ গত ৩০ সেপ্টেম্বর জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মানবতাবিরোধী অপরাধ মামলার চূড়ান্ত রায় প্রকাশ করলে পরদিন দুই আসামির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ওই দিনই কারাগারে তাদের দু’জনকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। এরপর থেকে শুরু হয় রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের দিন গণনা।
নিয়ম অনুযায়ী রিভিউ আবেদন করার জন্য ১৫ দিন সময় পাবেন মুজাহিদ। রিভিউ নিষ্পত্তির আগে তার দণ্ড কার্যকর করা যাবে না।
কাশিমপুর কারাগারে অবস্থানরত ৬৬ বছর বয়সী সাকা চৌধুরীর ক্ষেত্রেও একই নিয়ম ও সময় প্রযোজ্য হবে। দু’জনই ইতোমধ্যে রিভিউ আবেদন করার কথা আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন।
রিভিউ আবেদন খারিজ হয়ে গেলে সেই রায়ের অনুলিপি কারাগারে পাঠানো হবে এবং কারা কর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসামিদের ফাঁসি কার্যকর করবে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এসজেএ/বিএস
** মুজাহিদের সঙ্গে দেখা করতে কারাগারে স্ত্রীসহ ছেলেরা