বগুড়া: জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের নতুনপাড়া পানির ট্যাংক এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৯ অক্টোবর) সকালে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজমিলুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চত করেছেন।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে এক অভিযানে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন-বঙ্গবন্ধু প্রজন্মলীগ বগুড়া জেলা শাখার সহ-সভাপতি সাজেদুর রহমান মুন্না (৪৭), সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ (৩৫) ও শাজাহানপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শিপন আহম্মেদ (৩৪)। তারা সবাই শাজাহানপুর উপজেলার বাসিন্দা।
এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, তিন রাউন্ড বন্দুকের গুলি, একটি চাকু ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই তাজমিলুর রহমান।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
টিআই