কিশোরগঞ্জ: চাকরি জাতীয়করণ ও ট্রাস্ট আইনের নির্দিষ্ট ধারা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কিশোরগঞ্জ জেলা শাখা।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মলনের আয়োজন করা হয়।
সিএইচসিপি দাবি বাস্তবায়ন কমিটির জেলা শাখার আহ্বায়ক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা শাখার সভাপতি মুহাম্মদ আজিজুর রহমান, ঢাকা বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর ফরিদ, জেলা শাখার সাধারণ সম্পাদক শিমুল খান মনির, শাকির খানসহ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা মাতৃ ও শিশুমৃত্যুর হার হ্রাসে তাদের ভূমিকার কথা উল্লেখ করে চাকরি জাতীয়করণ ও ট্রাস্ট আইনের ২২ (ঘ) ধারা বাতিলের দাবি জানান।
এ দাবিতে আগামী ২৩ অক্টোবর সংগঠনের উদ্যোগে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসমাবেশের আয়োজন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এসআর