ঝিনাইদহ: ঝিনাইদহে আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে শিল্পকলা একাডেমির আয়োজনে ঝিনাইদহ সদর উপজেলার পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নয়ন।
সভা পরিচালনা করেন অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম।
বক্তারা আত্মহত্যা প্রতিরোধে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এসআর