ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিটে উৎপাদন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিটে উৎপাদন বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দু’টি ইউনিটে (১৫০ ও ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন) উৎপাদন বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (০৯ অক্টোবর) সকাল থেকে রক্ষণাবেক্ষণ কাজের জন্য একটি (১৫০ মেগাওয়াট) এবং আরেকটির (৬৪ মেগাওয়াট) হাইড্রোজেন কুলারে লিকেজ দেখা দেওয়ায় ইউনিট দু’টির উৎপাদন বন্ধ রয়েছে।

এতে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমেছে।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এএমএম সাজ্জাদুর রহমান বাংলানিউজকে জানান, লিকেজ দেখা দেওয়া দুই নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু করতে ইতোমধ্যে প্রকৌশলীরা কাজ করছেন। তবে ১৫০ মেগাওয়াটের তিন নম্বর ইউনিটটির উৎপাদন শুরু কয়েকদিন সময় লাগতে পারে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।