বগুড়া: বগুড়া শহরের সেউজগাড়ি রেলওয়ে এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ও নেশা জাতীয় ইনজেকশনসহ আরিফুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৠাব। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল সেট ও নগদ ৩ হাজার ৯৬০ টাকা জব্ধ করা হয়।
শুক্রবার (০৯অক্টোবর) বেলা পৌনে ৩টায় ৠাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটক আরিফ সদর উপজেলার মধ্য পালসা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
এতে বলা হয়, শক্রবার (০৯ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৠাবের একটি দল অভিযান চালিয়ে তাকে তাকে আটক করে।
আরিফ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। পরে তাকে মালামালসহ সদর থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এমবিএইচ/বিএস