ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কমলনগরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
কমলনগরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরের চর লরেন্স ইউনিয়নের লক্ষ্মীপুরীয়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (০৯ অক্টোবর) জুমার নামাজ শেষে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও হাজী আইয়ুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম আইয়ুব।



ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা হারুনুর রশিদ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন মাস্টার, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত রাজু, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন ও স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো. আবদুল করিম।

স্থানীয়রা জানান, উপজেলার লরেন্স লক্ষ্মীপুরীয়া সমাজের আশপাশের দুই কিলোমিটারের মধ্যে কোনো জামে মসজিদ নেই। এমন পরিস্থিতে এলাক‍াবাসীর উদ্যোগে স্থানীয় আমিন উল্যা মিয়ার দানকৃত জমিতে ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
টিআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।