ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
হাতীবান্ধায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৫

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মিলন বাজারে পুলিশের ওপর মাদক ব্যাবসায়ীদের হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



এরা হলেন- হাতীবান্ধা উপজেলার সানিয়াজান গ্রামের রফিজ উদ্দিনের ছেলে মাইক্রোবাস চালক আব্দুর রহিম (২৭), সিন্দুর্না গ্রামের মহির উদ্দিনের ছেলে মতিয়ার রহমান (২৮), উত্তর সিঙ্গীমারী গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে সাফিউল ইসলাম (৩৫), মমতাজ উদ্দিনের ছেলে আব্দুল আজিজ (৪৬) ও পশ্চিম সাড়ডুবী গ্রামের আব্দুস ছালামের ছেলে রাশেদ (২৩)।

হাতীবান্ধা থানার উপ পরিদর্শক (এসআই) কালাম মিয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার (৮ অক্টোবার) রাত ১০টার দিকে উপজেলার মিলন বাজারে মাদক উদ্ধারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে হাতীবান্ধা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিক আনসারুল হক, কনস্টেবল আবু সাঈদ ও গোপাল চন্দ্র আহত হন।

খবর পেয়ে থানা পুলিশের অপর একটি দল তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় পুলিশ ৩৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এ ঘটনায় হাতীবান্ধা থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে শুক্রবার দুপুরে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।
 
ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। তাদের এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে এ রিপোর্ট লেখার সময় গ্রেফতারকৃতরা থানা হাজতেই ছিলেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান বাংলানিউজকে জানান, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।