রাজশাহী: রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার ঘটনায় রাজশাহী ব্র্যাক ব্যাংকের দুই কর্মকর্তাকে আটক করেছে রংপুর গোয়েন্দা(ডিবি) পুলিশ।
আটকরা হলেন- ব্র্যাক ব্যাংকের সেলস অ্যান্ড সার্ভিস অফিসার মো. সুলতান নাহিদ ও ক্রেডিট কার্ড অফিসার এইচ এম শাহারিয়ার।
বৃহস্পতিবার( ৮ অক্টোবর) রাতে ব্যাংকে কাজ শেষে বাড়ি ফেরার পথে তাদের আটক করা হয়।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আজাহার আলী বাংলানিউজকে জানান, জাপানি নাগরিক হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে ব্র্যাক ব্যাংক রাজশাহী শাখার চারজন কর্মকর্তাকে ডেকে আনা হয়। তাদের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আর নাহিদ ও শাহরিয়ার নামে দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
রাতভর জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাদের রংপুরে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এসএস/পিসি
** জাপানি নাগরিক হত্যায় পাবনায় আটক ১