ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সেন্ট মার্টিনে অর্ধশতাধিক পর্যটক আটকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
সেন্ট মার্টিনে অর্ধশতাধিক পর্যটক আটকা

কক্সবাজার: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে অর্ধশতাধিক পর্যটক আটকা পড়েছে। এদের মধ্যে একজন বিদেশি নারী পর্যটকও রয়েছে বলে জানা গেছে।

এরই মধ্যে ৪২জনকে বিভিন্ন উপায়ে সেখান থেকে ফেরত আনা হয়েছে।

বৃহস্পতিবার থেকে শুক্রবার (০৯ অক্টোবর) বিকেল পর্যন্ত ওই পর্যটকদের আটকা পড়ার পাওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে সেন্ট মার্টিন দ্বীপে একশ’জন পর্যটক আটকা পড়ে। এদের মধ্যে থেকে ৪২জনকে বিভিন্ন উপায়ে টেকনাফ ফিরিয়ে আনা হয়েছে।

জাহাজ কেয়ারি সিন্দাবাদ টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম জানান, সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত শুক্রবার সাড়ে ১০টার দিকে কেটে গেলেও সাগর উত্তাল থাকায় সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে যাওয়া সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে শনিবার আটকে পড়া বাকি পর্যটকদের ফিরিয়ে আনা হবে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দাকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার ও সমুদ্রে তিন নম্বর সতর্ক সংকেতের কারণে নৌ পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। তাই ভোগান্তিতে পড়ে সেন্ট মার্টিনের পর্যটকরা। তবে তাদের নিরাপদে ফিরিয়ে আনার যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।