টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের প্যারাডাইস পাড়া থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০৯ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে প্যারাডাইস পাড়া মন্দিরের কাছের রাস্তার পাশে লাল রঙের একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যাগ থেকে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, নবজাতক শিশুটি মায়ের গর্ভে ৫-৬ মাস বয়সী ছিলো। তবে, ধারণা করা হচ্ছে অবৈধভাবে গর্ভপাতের পর নবজাতকের মৃতদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে গেছে।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এএটি/এসএইচ