গাইবান্ধা: গাইবান্ধা সদরসহ জেলার সাত উপজেলায় এবারে ৫৫৩টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এরমধ্যে পৌর এলাকার ১৯টিসহ সদর উপজেলায় ৯১টি, ফুলছড়িতে ১৫টি, সাঘাটায় ৬৩টি, পলাশবাড়ীতে ৬২টি, সাদুল্যাপুরে ৯৫টি, গোবিন্দগঞ্জে ১০৮ এবং সুন্দরগঞ্জ উপজেলার ১১৯টি মন্দির ও পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (০৯ অক্টোবর) বিকেলে জেলা পূজা উদযাপন পরিষদের এক সভা থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় কালি মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিৎ বকসী সূর্য্যর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, সাংবাদিক গোবিন্দলাল দাস, দীপক কুমার পাল, মাখন চন্দ্র সরকার, দীপক কুমার রায়, উজ্জল চক্রবর্তী, সুজন প্রসাদ, চঞ্চল সাহা, দীপক কুমার বাবলু ও কুশধ্বজ প্রামাণিক প্রমুখ।
সভায় দুর্গাপূজা সুন্দরভাবে আয়োজনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হয়।
এর আগে সকালে জেলা পুরোহিত কল্যাণ সমিতির এক সভা সংগঠনের সভাপতি হারাধন চ্যাটার্জীর সভাপতিত্বে স্থানীয় শনি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপদেষ্টা কালিপদ মুখার্জী, সহ-সভাপতি শংকর চক্রবর্তী, সাধারণ সম্পাদক উজ্জল চক্রবর্তী, নয়ন চক্রবর্তী, প্রদীপ অধিকারী ও সবুজ চক্রবর্তী প্রমুখ।
সভায় দুর্গাপূজা আয়োজনে সব মহলের সহযোগিতা কামনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ০৯,২০১৫
এএটি/এসএইচ