ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। রুমা আক্তার (৩৫) নামে ওই নারী জমার ভেতর দুই কেজি গাঁজা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন।
শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় সন্দেহ হলে তাকে প্রথমে তল্লাশি করা হয়। এতে তার কাছ থেকে গাঁজা পাওয়া যায়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে সন্ধ্যায় মামলা হয়েছে যার নম্বর-৪। তিনি চট্টলা এক্সপ্রেসে করে চট্টগ্রাম থেকে কমলাপুরে আসেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এজেডএস/আইএ