ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

জাপানি নাগরিক হত্যায় পাবনায় আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
জাপানি নাগরিক হত্যায় পাবনায় আটক ১

পাবনা: রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার অভিযোগে আটক হুমায়ন কবিরের খালাতো ভাই সুইটকে (৪০) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের শালগাড়ীয়া থেকে রংপুর জেলা পুলিশ সদস্যরা তাকে আটক করে।



আটক সুইট পাবনা শহরের শালগাড়ীয়া পুরাতন এতিমখানা এলাকার গোলাম রহমানের ছেলে।

পাবনার সহকারী পুলিশ সুপার লিটন কুমার সাহা রাত ৯টার দিকে সাংবাদিকদের জানান, জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার দায়ে রংপুরে আটক হুমায়ন কবিরের দেওয়া তথ্যানুযায়ী রংপুর জেলা পুলিশ পাবনা জেলা পুলিশের সহায়তায় সুইটকে আটক করে।

সুইট পেশায় একজন অটোরিকশা চালক। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য রংপুরে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।