ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মিয়ানমারে উদ্ধার আরো ৭৩ বাংলাদেশিকে আনা হবে সোমবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
মিয়ানমারে উদ্ধার আরো ৭৩ বাংলাদেশিকে আনা হবে সোমবার (ফাইল ফটো)

ঢাকা: মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসী প্রত্যাশীদের মধ্যে ষষ্ঠ দফায় আরো ৭৩ বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে সোমবার (১২ অক্টোবর)।

বিজিবি’র কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এম. আনিসুর রহমান জানিয়েছেন, ১২ অক্টোবর ৭৩ বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফেরত আনার প্রক্রিয়া চূড়ান্ত রয়েছে।

সব ঠিক থাকলে ওই দিন সকাল সাড়ে ১০টার তার নেতৃত্বে বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সমন্বয়ে গঠিত বাংলাদেশের একটি প্রতিনিধি দল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারে রওনা হবে।

সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টের বিপরীতে মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল ও মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে শনাক্ত হওয়া এ ৭৩ বাংলাদেশিকে ফেরত আনা হবে।

আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার ন্যাশনাল প্রোগাম কর্মকর্তা আসিফ মুনীর জানিয়েছেন, ফেরত আনার তালিকা আরো বাড়তে পারে। এক্ষেত্রে ১০৫ জনও হতে পারে। এদের মিয়ানমার থেকে ফেরত এনে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হবে। ওখানে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহ শেষে হস্তান্তর করবে।

এর আগে ৮ ও ১৯ জুন, ২২ জুলাই, ১০ ও ২৫ আগস্ট ৫ দফায় শনাক্ত হওয়া ৬২৬ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে।

গত ২১ মে ২০৮ জন ও ২৯ মে ৭২৭ জন অভিবাসী প্রত্যাশীকে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার করেছিল সে দেশের নৌ বাহিনী।

এরপর বাংলাদেশি হিসেবে দাবী করা তালিকা নিয়ে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ওই তালিকায় শনাক্ত হওয়া বাংলাদেশিদের পর্যায়ক্রমে ফেরত আনা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।