নেত্রকোনা: খালিয়াজুরি উপজেলার লেপসিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ৫০টি দোকান।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দোকানে থাকা মালামাল পুড়ে তাদের প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় তিনঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এ সময় বাজারের আজিজুলের ঢেউটিন, শহিদুলের যন্ত্রাংশ, বিল্লালের বীজ ও কীটনাশক, আবু বকরের ডেকোরেটর, লুটন ভৌমিকের ফার্মেসির দোকান ও মির্জা সোয়েবের মাছের আড়তসহ আশেপাশের দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা ও পুলিশ প্রশাসন দীর্ঘ সময় আগুন নেভানোর চেষ্টা চালায়।
মা স্টুডিও অ্যান্ড ভিডিও হাউজের স্বত্তাধিকারী বিজয় রায় বাংলানিউজকে জানান, মোহনগঞ্জ উপজেলা দমকল বাহিনীর সদস্যরা শেষ মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। নুরুল ইসলামের তুলার দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক বাংলানিউজকে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
জেডএস