ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

কসবায় ফুটবল খেলা দেখতে গিয়ে আহত ১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
কসবায় ফুটবল খেলা দেখতে গিয়ে আহত ১৭

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ফুটবল খেলা দেখার সময় টিনের চালা ভেঙে ১৭ জন আহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে উপজলোর গোপীনাথপুর শাহ আলম কলেজ মাঠে এ ঘটনা ঘটে।



আহতদের স্থানীয় গ্রিন হেলথ মালেকা জোবেদা মেডিকেল কলেজ অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং   উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বাংলানিউজকে জানান, ওই মাঠে স্থানীয় গোপীনাথপুর যুব তারুণ্য স্পোর্টিং ক্লাব আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। খেলা দেখতে মাঠের চারপাশ কানায় কানায় দর্শকপূর্ণ হয়ে উঠে। খেলা চলাকালে হঠাৎ কলেজের টিনশেড ঘরের চালা ভেঙে পড়ে ওপরে থাকা ১৭ জন আহত হয়।

এদিকে, চালা ভেঙে ১৭ দর্শক আহত হওয়ার ঘটনার পর খেলা বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।