ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান এম ফরিদ হাবিব

ঢাকা: অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ‘সি পাওয়ার কনফারেন্স-২০১৫’ শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব।

শনিবার (১০ অক্টোবর) এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে আরও বলা হয়, শুক্রবার (০৯ ‍অক্টোবর) রাতে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকার কমডোর সৈয়দ মকছুমুল হাকিম নৌ প্রধানকে স্বাগত জানান।

সফরকালীন সময়ে নৌপ্রধান উক্ত কনফারেন্সে ‘সি পাওয়ার অ্যান্ড মেরিটাইম স্ট্র্যাটেজি ইন দ্যা ইন্দো-প্যাসিফিক এবং দ্যা ফিউচার অব সি পাওয়াসহ বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন। এছাড়াও তিনি বিভিন্ন দেশের নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেন।

এর আগে গত ০৩ অক্টোবর নৌবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।