বরিশাল: বরিশাল বিআরটিসি বাস ডিপো পরিদর্শন করেছেন সংস্থাটির চেয়ারম্যান মো. মিজানুর রহমান।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় তিনি নগরীর নথুল্লাবাদ বিআরটিসি বাস ডিপো পরিদর্শন করেন।
পরে তিনি স্থানীয় বিআরটিসির কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় কালে চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, বিআরটিসি বাস সার্ভিস যাত্রা পথে যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য নিয়োজিত। এ লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
এ সময় কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে ডিপো ম্যানেজার মো. জামিল হোসেন ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংস্থার চেয়ারম্যানকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
টিআই