রংপুর: রংপুরে দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক হোসে কোনিওর নিহতের ঘটনায় অগ্রগতি বিষয়ে বৈঠক করেছেন তদন্ত কমিটির সদস্যরা।
শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রংপুর পুলিশ রেঞ্জের ভারপ্রাপ্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবীরের কার্যালয়ে তদন্ত কমিটির বৈঠক হয়।
বৈঠক শেষে ডিআইজি হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, হোসে কোনিও হত্যার ঘটনার স্বাক্ষ্য-প্রমাণ সংগ্রহে ও মামলার তদন্তের বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে কি আলোচনার তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
এদিকে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহী থেকে আটক ব্র্যাকের কর্মকর্তা সুলতান নাহিদ ও এইচএম শাহরিয়ারকে ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মামুনুর রশিদ।
এদিকে, এ মামলায় রিমান্ডে থাকা বিএনপি নেতা রাশেদুন্নবী খান বিপ্লবের রিমান্ড বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব।
এছাড়া শুক্রবার রাতে পাবনা থেকে আটক সুইট ও রংপুরের খ্যাড়বাড়ি থেকে আটক জীবনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানি।
গত ৩ অক্টোবর বেলা পৌনে ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোসে কোনিও।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসআর
** জাপানি নাগরিক কোনিওর দাফন বিষয়ে সিদ্ধান্ত হয়নি
** জাপানি নাগরিক হোসে কোনিওর দাফন দুপুরে
** জাপানি নাগরিক হোশি কোনিওর দাফন রংপুরে
** বিএনপি নেতাসহ ২ জনের ১০ দিনের রিমান্ড
** কাউনিয়ায় দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক নিহত
** জাপানি নাগরিক হত্যায় সুষ্ঠু তদন্ত চায় দূতাবাস
** জাপানি নাগরিক হত্যার ঘটনায় আটক ৪
** জাপানি নাগরিক হত্যায় তদন্ত কমিটি গঠন
** জাপানি নাগরিক হত্যার ঘটনায় মামলা