ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

শাস্ত্রীয় সংগীতের উৎসব মাতাবেন যারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
শাস্ত্রীয় সংগীতের উৎসব মাতাবেন যারা ছবি : সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শাস্ত্রীয় সংগীতের প্রসঙ্গ উঠলেই তবলা, বাঁশি, বেহালা, সুরবাহার, ভরতনট্যম, মণিপুরী দলীয় নৃত্য, রাগ, খেয়াল, ভৈরব এরকম আরও নানা সংগীতের চিত্র চোখে ভেসে ওঠে। মন চলে যায় সংগীতের আদি ভূবনে।


 
তবে এর সঙ্গে যদি শাস্ত্রীয় সংগীতের শিল্পী জগতের দিকপাল ওস্তাদ জাকির হোসেন, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, শিবকুমার শর্মা, অজয় চক্রবর্তী, রশিদ খানের প্রসঙ্গ ওঠে, তাহলে তো আর নিজেকে ধরে রাখার কোনো উপায়ই নেই।
 
আগামী ২৭ নভেম্বর থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে দেশ বিদেশের এরকম আরও একাধিক গুণী ও জনপ্রিয় শিল্পীরা শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন। ‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব বাংলাদেশ’ শীর্ষক পাঁচ দিনব্যাপী এ আসর শেষ হবে ১ ডিসেম্বর।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেসে এসব তথ্য জানানো হয়।
চতুর্থবারের মতো শুরু হতে যাওয়া এ আসরে প্রথমবারের মতো আসছেন তবলাবাদক প্রবাদপ্রতিম শিল্পী ওস্তাদ জাকির হোসেন। নারী বাঁশি বাদকের বাঁশি শোনার ভাগ্য কম মানুষেরই হয়েছে। আর তাইতো এ আসরে শ্রোতাদের কথা ভেবে আনা হচ্ছে বাঁশি শিল্পী জয়াপ্রদা রামমূর্তিকে।
 
এছাড়া প্রথমবারের মতো বৃহৎ এ শাস্ত্রীয় সংগীতের উৎসবে আসছেন খ্যাতিমান কর্ণাটকি কণ্ঠশিল্পী পদ্মবিভূষণ ড. বালমুরালীকৃঞ্চ। তিনি এবারের আসরের সবচেয়ে প্রবীণতম শিল্পী। তার সঙ্গে বাঁশিতে যুগলবন্দী বাজাবেন গ্র্যামি অ্যাওয়ার্ড নমিনি শিল্পী রনু মজুমদার।
 
জনপ্রিয় খেয়ালিয়া শুভা মুডগাল ও শ্রুতি সাদোলিকার এবং ধ্রুপদিয়া ওয়াসিফউদ্দিন ডাগরের পরিবেশনাও এ আসরে প্রথমবারের মতো পরিবেশিত হবে। এন রাজমের নেতৃত্বে আসছেন কর্ণাটকি ধারার তিন প্রজন্মের বেহালা শিল্পী। কুচিপুড়ি নৃত্য পরিবেশন করবেন শিল্পী দম্পতি রাজা রেড্ডি ও রাধা রেড্ডি।
 
উৎসবে আসবেন একই পরিবারের দু’জন ভিন্ন মেজাজের শিল্পী, যাদের বাংলাদেশের সঙ্গে নাড়ির টান রয়েছে। তারা হলেন এরশাদ খান ও সুজাত খান। ময়মনসিংহের গৌরীপুরের প্রবাদপ্রতিম সেতারিয়া ওস্তাদ বিলায়েৎ খা সাহেবের ভাতিজা এরশাদ খান সুরবাহার বাজাবেন। আর বেলায়েৎ খাঁ সাহেবের ছেলে ওস্তাদ সুজাত খান পরিবেশন করবেন সেতার।
 
প্রথম বছর থেকেই প্রথিতযশা শিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত অজয় কুমার চক্রবর্তী, পণ্ডিত সুরেশ তালওয়ালকার, পণ্ডিত উল্লাস কশলকার, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার ও ওস্তাদ রাশিদ খান এ উৎসবে সংগীত পরিবেশন করছেন। এবারের আসরেও তাদের সংগীত উপভোগ করা যাবে।
 
উৎসবে কনিষ্ঠ শিল্পী হিসেবে আছেন শিল্পী ফাহমিদা নাজনীন ও মোহাম্মদ ভুবন।
 
এছাড়া বাংলাদেশি শিল্পীদের মধ্যে রয়েছে ড. অসিত রায়ের পরিচালনায় সংগীত বিভাগের আটজনের একটি দলীয় পরিবেশনা। মিনু বিল্লাহ’র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বাংলাদেশের ২২ জন নৃত্যশিল্পী।
 
ওয়ার্দা রিহাবের পরিচালনায় মণিপুরী দলীয় নৃত্য পরিবেশন করবেন ৩০ জন নৃত্যশিল্পী। অনিমেষ বিজয় চৌধুরীর পরিচালনায় সিলেটের আটজন শিল্পী পরিবেশন করবেন ধামার। এককভাবে মঞ্চে আসবেন সরোদশিল্পী ইউসুফ খান।
 
দলীয় তালবাদ্য পরিবেশন করবেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিশুশিল্পী মোহাম্মদ ভুবন, ফাহমিদা নাজনীন, সুপান্থ মজুমদার ও পঞ্চম সান্যাল। সংগীতালয়ের পক্ষে একক সংগীত পরিবেশন করবেন সুস্মিতা দেবনাথ শুচি। আর ধ্রুপদি পরিবেশন করবেন অভিজিৎ কুণ্ডু।
 
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
একে/এএসআর

** ২৭ নভেম্বর শুরু হচ্ছে শাস্ত্রীয় সংগীতের পাঁচদিনের আসর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।