ঢাকা: প্রায় পাঁচ বছর ধরে যুদ্ধ বিধ্বস্ত পরিবেশে বসবাস করছে সিরিয়ার মানুষ। বোমার আঘাতে বিধ্বস্ত তাদের ঘর-বাড়ি, স্কুল, হাসপাতাল সবকিছুই।
প্রতিবেশী দেশ তুর্কি, লেবানন, জর্ডান, ইরাক ও মিশরে আশ্রয় নিয়েছেন ৪০ লাখ সিরীয় শরণার্থীর অধিকাংশই। বোমা আর গুলি থেকে বাঁচতে সিরীয়রা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। তাদের প্রাণ বাঁচানোর তাগিদ হার মানিয়েছে উত্তাল সাগরের ঢেউকেও।
শরণার্থী নারী, পুরুষ, শিশুর অনেকেই পাড়ি দিচ্ছেন ভূমধ্যসাগর। নৌকায় সাগর পার হতে গিয়ে প্রাণ হারাচ্ছেন অনেকেই। কাঁটাতারের বাইরে এখন লাখো সিরীয় শরণার্থী। জীবন হাতের মুঠোয় নিয়ে এ মানুষগুলো খেয়ে না খেয়ে খুঁজছেন ইউরোপে ঢোকার পথ।
শুরু থেকেই জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর সিরীয় শরণার্থীদের মৌলিক ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দিয়ে আসছে। এছাড়াও সংস্থাটি হাতে নিয়েছে একটি বিশেষ উদ্যোগ।
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সিরীয় শরণার্থীদের প্রয়োজনীয় সহায়তা দিতে পারবেন আপনিও। আপনার সহায়তায় ৪০ লাখ সিরীয় শরণার্থীকে বাঁচানো সম্ভব হবে, এমনই আশা করছে ইউএনএইচসিআর।
বাংলাদেশ থেকে সাহায্য পাঠাবেন যেভাবে
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
অ্যাকাউন্ট নম্বর: 02-5625270-02
অ্যাকাউন্ট নাম: UNHCR
Source: UNHCR Emergency Appeal
Swift Code: SCBLBDDX
এছাড়া বিশ্বের অন্য প্রান্ত থেকে সাহায্য পাঠাতে এখানে ক্লিক করুন।
<<সিরিয়া এমারজেন্সি>>
সিরীয় শরণার্থীদের মৌলিক ও প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দিতে পাশে দাঁড়িয়েছে বাংলানিউজও। ইউএনএইচসিআর’র এ ক্যাম্পেইন দেশের শীর্ষস্থানীয় এ সংবাদ মাধ্যমটি প্রচার করছে। কেউ চাইলে বাংলানিউজের মাধ্যমেও সাহায্য পৌঁছে দিতে পারেন। যোগাযোগ: ৮৮০-৯৬১২১২৩১৩১, ৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯।
সংস্থাটি জানিয়েছে, চলতি বছর জানুয়ারি থেকে ১৮ লাখ শরণার্থী খাদ্য পেয়েছেন, পাঁচ লাখ শিশু স্কুলে যাচ্ছে আর চার লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ আশ্রয় পেয়েছেন শরণার্থী শিবিরে।
পাশাপাশি বিশ্বজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যূতির মূল কারণ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হওয়ার আহবান জানিয়েছে জাতিসংঘ।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসএস