ঢাকা: দৈনিক আমাদের সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক মিথুন মাহফুজের বাবা মো. নূর আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
শনিবার (১০ অক্টোবর) বেলা পৌনে ৩টায় খুলনার পাইকগাছায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পাইকগাছা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. নূর আলী ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, রোববার (১১ অক্টোবর) স্থানীয় কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য মিথুন মাহফুজের বাবার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।
এক বিবৃতিতে তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
এদিকে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম-ঢাকার সভাপতি মধুসূদন মন্ডল ও সাধারণ সম্পাদক এনায়েত ফেরদৌস সংগঠনের সদস্য মিথুন মাহফুজের বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এএসএস/এমএ