ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বাঘ সংরক্ষণে বাগেরহাটে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
বাঘ সংরক্ষণে বাগেরহাটে কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার (বাঘ) সংরক্ষণ বিষয়ে বাগেরহাটে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে এ কর্মশালার আয়োজন করে বন অধিদপ্তর।



দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক ইউনুস আলী।

বাগেরহাটের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- বন বিভাগের উপ প্রধান বন সংরক্ষক আকবর হোসাইন, কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ, পুলিশ সুপার নিজামুল হক মোল্লা প্রমুখ।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বন সংরক্ষক ইউনুস আলী বলেন, বাঘ আমাদের দেশের জাতীয় সম্পদ। কিন্তু পরিবেশের চেয়ে মানবসৃষ্ট কারণেই দিন দিন বাঘের পরিমাণ কমে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াস ছাড়া বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের প্রধান সম্পদ বাঘকে টিকিয়ে রাখা কঠিন।

তিনি আরও বলেন, সরকার ইতিমধ্যে বাঘ সংরক্ষণ বিষয়ে নানামুখী পদক্ষেপ নিয়েছে। তবে, সামাজিকভাবে সবার সহযোগিতা ছাড়া কোনো উদ্যোগই সফল হতে পারে না। সুন্দরবনে শিকারী ও চোরা শিকারীদের দৌরাত্ম্য বাঘের জন্য বড় হুমকি উল্লেখ করে বাঘ সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

কর্মশালায় খুলনা, বাগেরহাট ও যশোর অঞ্চলের বন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।