গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হাতুড়িপেটার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
নির্যাতনের শিকার গৃহবধূ কুলসুম আক্তার শুক্রবার( ৯ অক্টোবর) রাতে শ্রীপুর থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন-গৃহবধূর স্বামী একই উপজেলার উত্তর ধনুয়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে পরাণ মিয়া (২৫), শ্বশুর ইন্তাজ আলী (৪৬) ও শাশুড়ি সুফিয়া বেগম।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, কুলসুমের বাম চোখে আঘাতজনিত কারণে ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুটা সুস্থ হয়ে তিনি শুক্রবার রাতে মামলা দায়ের করেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিয়ের পর থেকে কুলসুম আক্তারের কাছে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি ব্যবসা করার কথা বলে যৌতুক দাবি করে আসছিলেন। ভ্যানচালক বাবা আলিম উদ্দিন তার সাধ্য অনুযায়ী বিভিন্ন সময়ে নগদ দুই লাখ টাকা ও আসবাবপত্র দিয়েছেন।
২৩ সেপ্টেম্বর আবারও যৌতুকের জন্য হাতুড়িপেটা করা হয় তাকে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
পিসি/