ঝিনাইদহ: ঝিনাইদহে ১০ বোতল ফেনসিডিলসহ রাকিবুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
আটক রাকিবুল শৈলকুপা উপজেলার ব্রাহিমপুর গ্রামের মাহাবুবুল আলমের ছেলে।
পুলিশ জানায়, রাকিবুল চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিল নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় যাচ্ছিলেন -এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাকে অাটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ঝিনাইদহ ডিবির উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এমজেড