রূপসা নদীর পাড় থেকে : দেশের বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের সহযোগিতায় খুলনার রূপসা নদীতে হয়ে গেলো ১০ম নৌকা বাইচ প্রতিযোগিতা।
এ নৌকা বাইচ দেখতে বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন সব বয়সী লাখো মানুষ।
রূপসা নদীর প্রবল স্রোত ও ঢেউয়ের মাঝে মাঝিদের সাজ আর বাদ্যের ঝংকারে মুখরিত হয়ে ওঠে নদীর দু’তীর। নৌযান নিয়ে নদীতে নেমে, দু’তীরবর্তী ভবনের ছাদে এবং খানজাহান আলী (র.) (রূপসা সেতু) সেতুর ওপর উঠে এ নৌকা বাইচ দেখেন রূপসা পাড়ের লাখো জনতা।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এ প্রতিযোগিতার আয়োজন করে।
এবছর এ প্রতিযোগিতায় মোট ২৬ টি নৌকা অংশ নেয়। প্রতিটি নৌকাতে প্রায় অর্ধশত মাঝি ছিলেন। নৌকা বাইচে বড় গ্রুপে ডুমুরিয়ার মা গঙ্গা দল প্রথম, তেরখাদার ময়ূরপঙ্গী দ্বিতীয় এবং তেরখাদার ভাই ভাই জলপরী তৃতীয় স্থান লাভ করে।
ছোট নৌকা গ্রুপে কয়রার সোনার তরী দল প্রথম, কয়রার ভাই ভাই টাইগার দ্বিতীয় এবং সাতক্ষীরার জয় মাকালী তৃতীয় হয়েছে।
নৌকা বাইচে বড় গ্রুপে প্রথম প্রথম পুরস্কার এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৩০ হাজার টাকা। এছাড়া ছোট গ্রুপে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।
আয়োজকরা বাংলানিউজকে জানান, গ্রামীণফোন নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালীন সেলফি কনটেস্টে দর্শনার্থীরা সেলফি তুলে NSSK.KHULNA ফেসবুক পেজে রোববার রাত ১১টার মধ্যে আপলোড করতে পারবেন। নৌকাবাইচকে উপজীব্য ধরে যেকোনো স্থান থেকে তোলা সেলফি এ প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে। সেরা ১০টি সেলফি আপলোডকারীকে পুরস্কৃত করা হবে।
এর আগে দুপুর ২টা ৩৫ মিনিটে কাস্টমস ঘাটে নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ।
বিশেষ অতিথি ছিলেন ডিআইজি এস.এম মনির-উজ-জামান, খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, গ্রামীণফোনের হেড অফ রিজিওনাল সেলস-খুলনা এস.এম সাজ্জাদ হোসেন ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান।
এতে সভাপতিত্ব করেন নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ রশীদ। পরে সন্ধ্যায় রূপসা সেতুর নিচে পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়া নৌকা বাইচ উপলক্ষে সকালে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের হয়।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এমআরএম/পিসি
** গ্রামীণফোনের সেলফি কনটেস্টে মেতেছে রূপসার দুপাড়