ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

কুমিল্লা বিভাগে যুক্ত হতে চায় না ফেনীবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
কুমিল্লা বিভাগে যুক্ত হতে চায় না ফেনীবাসী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: হয় ফেনীকে পৃথক বিভাগ ঘোষণা করা হোক, না হলে চট্টগ্রাম বিভাগেই রাখা হোক। এমন দাবি ফেনীর নাগরিক সমাজের।



প্রস্তাবিত কুমিল্লা বিভাগের সঙ্গে যুক্ত হতে ‍চায় না ফেনীবাসী। ফেনীকে কুমিল্লা বিভাগে সংযুক্ত করার বিষয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ফেনী শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সামনে এসব দাবি তুলে ধরেন ফেনী নাগরিক সমাজের আহ্বায়ক মোহাম্মদ গোলাম নবী।

তিনি জানান, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরকে নিয়ে ফেনী বিভাগ করা হোক। না হলে আগের মতো চট্টগ্রামের সঙ্গেই থাকতে চান তারা। তবে কোনভাবেই কুমিল্লা বিভাগের সঙ্গে যুক্ত হবেন না ফেনীবাসী।

তিনি বলেন, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে ফেনী শীর্ষস্থানে থাকলেও আশানুরূপ উন্নয়ন হয়নি এখানে। ভৌগলিক-সাংস্কৃতিক-আধ্যাত্মিক-অর্থনৈতিক ও ঐতিহাসিকভাবে দেশের গুরুত্বপূর্ণ জনপদ এটি। ফেনীকে বিভাগ করা এখন  সময়ের দাবি। ফেনী বিভাগ ঘোষণা না হলে আমরা ফেনীবাসীকে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।

তিনি আরো বলেন, সরকার একসময় সিদ্ধান্ত নিয়েছিল বৃহত্তর নোয়াখালীর সদর দপ্তর হবে ফেনীতে। কিন্তু ১৯৮৪ সালে মহকুমা থেকে ফেনী জেলা ঘোষণা করা হলেও এখানে ভূমি অফিস, দুর্নীতি দমন কমিশন অফিস, টিঅ্যান্ডটি, মাদক নিয়ন্ত্রণ, ডাক বিভাগের কোনো কার্যালয় নেই।
 
গোলাম নবী বলেন, কুমিল্লার সঙ্গে থাকার প্রশ্নই ওঠে না। কারণ কুমিল্লা অঞ্চলের সঙ্গে ফেনীর ভাষা-সংস্কৃতি-জীবনযাপনে ব্যাপক পার্থক্য রয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সচিব এনামুল হক ভূঁঞা, সদস্য মুক্তিযোদ্ধা আবুল খায়ের ও মো. খোকন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।