ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

জিজ্ঞাসাবাদ শেষে দুই ব্র্যাক ব্যাংক কর্মকর্তাকে ছাড়লো পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
জিজ্ঞাসাবাদ শেষে দুই ব্র্যাক ব্যাংক কর্মকর্তাকে ছাড়লো পুলিশ

রাজশাহী: জাপানি নাগরিক কোনিও হোশি হত্যার ঘটনায় রাজশাহীতে আটক ব্র্যাক ব্যাংকের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ।

ব্যাংকের যোগাযোগ বিভাগের প্রধান জারা জাবিন মাহবুব শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, সকালে ওই দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

জারা জাবিন জানান, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাতে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ সেলস অ্যান্ড সার্ভিস অফিসার সুলতান নাহিদ এবং ক্রেডিট কার্ড এক্সিকিউটিভ এইচএম শাহরিয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রংপুর জেলা পুলিশ। পরে তাদের শুক্রবার (০৯ অক্টোবর) রংপুরে নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে নাহিদ ও শাহরিয়ারকে পুলিশ ছেড়ে দেয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রংপুর পুলিশ জিজ্ঞাসাবাদ করে এ ঘটনায় তাদের সংশ্লিষ্ট থাকার তেমন কোনো তথ্য পায়নি। তবে এ বিষয়ে রংপুর জেলা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।