ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

‘আঞ্চলিক নিরাপত্তায় চীন-বাংলাদেশের টেকসই সম্পর্ক দরকার’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
‘আঞ্চলিক নিরাপত্তায় চীন-বাংলাদেশের টেকসই সম্পর্ক দরকার’ ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সম্পূরক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যথেষ্ট ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আকবর আলি খান।

তিনি বলেছেন, ‘দুই দেশের জনগণের সম্পর্ক অনেক পুরনো।

কিন্তু রাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি রয়েছে। তবে গত ৪০ বছরে এ সম্পর্কের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। এরপরও সম্পূরক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে এ সম্পর্কের আরও উন্নয়ন ঘটতে পারে।

গণচীন প্রতিষ্ঠার ৬৬বছর এবং বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০বছর পূর্তি উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) আয়োজিত এক আলোচনা সভায় ড. আকবর আলি খান এসব কথা বলেন।

সন্ধ্যায় রাজধানীর পূর্বানী হোটেলে বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. আকবর আলি খান বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীনই একমাত্র দেশ যেখানে খুব দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।

শুধু তাই নয়, দেশটিতে কৃষি অর্থনীতির পাশাপাশি শিল্প অর্থনীতির বিকাশও ঘটেছে খুব দ্রুত। ফলে অর্থনৈতিক-সামাজিক নিরাপত্তার দিক থেকেও দেশটি সাফল্য অর্জন করেছে। ’

ফলে সমষ্টিক উন্নয়নে চীন বাংলাদেশের অনুসরণীয় হতে পারে বলে মনে করেন তিনি।

‘পরিবেশ, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তাসহ আরও বিভিন্ন বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হওয়া প্রয়োজন। উন্নত আঞ্চলিক সম্পর্ক ছাড়া কোনো দেশেরই টেকসই উন্নয়ন সম্ভব না,’ যোগ করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা।
 
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং বলেন, বাংলাদেশ এবং চীনের মধ্যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্কে আমরা উভয়ই লাভবান হচ্ছি।

‘আঞ্চলিক দেশগুলোকে বাদ দিয়ে চীন একা কখনও চলতে পারবে না। তাই আমাদের পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে হবে,’ বলেন তিনি।  

স্বাধীনতার পর ১৯৭৮ সাল থেকে চীন-বাংলাদেশের মধ্যে উন্নত সম্পর্ক তৈরি হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলতে হবে।  

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন,  সিপিবি সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়:১৯২০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এমএইচপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।