ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে নিহত চালকের পরিবারকে ৩ লাখ টাকার চেক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
ফরিদপুরে নিহত চালকের পরিবারকে ৩ লাখ টাকার চেক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: বরিশালের গৌরনদী উপজেলায় পেট্রোল বোমায় নিহত ফরিদপুরের ট্রাক চালক ইজাইদুলের পরিবারের হাতে তিন লাখ টাকার চেক তুলে দিলেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে বদরপুর এলাকায় মন্ত্রীর বাড়ি আফসানা মঞ্জিলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া এ চেক তিনি ইজাইদুলের স্ত্রী পাপিয়া বেগমের হাতে তুলে দেন।



এসময় ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মো. জামিল হাসান, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ উপস্থিত ছিলেন।

পোল্ট্রি ফিড নিয়ে বরিশালে যাওয়ার পথে ২০১৫ সালের সাত ফেব্রুয়ারি গৌরনদী উপজেলার বাটাজোড় এলাকায় দুর্বৃত্তরা ট্রাকটিতে (ঢাকা মেট্রো-ঢ-১৫-৯৩২৬) পেট্রোল বোমা ছুড়ে মারলে চালকসহ তিনজন নিহত হন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।