পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ইয়াবা ও ফেনসিডিলসহ নাজমুল শেখ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার কুদিরবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নাজমুল শেখ উপজেলার পশ্চিম বুইছাকাঠি গ্রামের সুলতান শেখের ছেলে।
পুলিশ জানায়, বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার কুদিরবাড়ি এলাকা থেকে নাজমুলকে আটক করে। এ সময় তার কাছ থেকে একশ’ পিস ইয়াবা ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) হাসনাইন পারভেজ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এমজেড