ঢাকা: বাংলাদেশের স্বনামধন্য বসুন্ধরা গ্রুপ এবং ইষ্ট-ওয়েষ্ট মিডিয়া গ্রুপ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আমেরিকা-বাংলাদেশ প্রেসকাবের “সম্মানিত আজীবন সদস্য’ পদ দেওয়া হয়েছে। গত ৯ অক্টোবর শুক্রবার দুপুরে ক্লাব কর্মকর্তারা এক মতবিনিময় সভায় তাকে এই সদস্য পদ দেন।
ম্যানহাটানের কলম্বাস সার্কেলে টাইম ওয়ার্নার ক্যাবল ভবনে একটি বিলাসবহুল রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইষ্ট-ওয়েষ্ট মিডিয়া গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর।
বক্তব্যে তিনি বলেন, নিউইয়র্কে বাংলাদেশি সাংবাদিকরা প্রেসক্লাব গঠন করেছেন জেনে আমি খুবই আনন্দিত। প্রবাসেও বাংলা ভাষার মিডিয়ার কার্যক্রম বিস্তৃত হচ্ছে। দেশের সঙ্গে প্রবাসের মিডিয়ার মধ্যে একটি যোগসূত্র তৈরি করতে প্রেসক্লাব ভূমিকা রাখতে পারে। আমি ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি।
‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র সকল গঠনমূলক কাজে সহযোগিতা করবেন বলেও উল্লেখ করেন আনভীর।
অনুষ্ঠানে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ এর সভাপতি নাজমুল আহসান ও সাধারণ সম্পাদক দর্পণ কবীর, নির্বাহী সদস্য এবং ঠিকানার সম্পাদক লাবলু আনসার ও এটিএন বাংলা প্রতিনিধি কানু দত্ত সায়েম সোবহান আনভীরকে ‘আজীবন সদস্য পদ’র স্মারক তুলে দেন।
এ সময় সেখানে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’-এর সম্পাদক নঈম নিজাম উপস্থিত ছিলেন।
অনাড়ম্বর এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে কর্মরত সাংবাদিকদের দেশের প্রতি গভীর মমত্ববোধের প্রশংসা করে নঈম নিজাম বলেন, এখন থেকে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যরা ঢাকাস্থ ‘বাংলাদেশ মিডিয়া ক্লাব লিঃ’ এর সহযোগী সদস্য পদের অধিকার ভোগ করতে পারবেন। একইসঙ্গে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’কেও তিনি ‘বাংলাদেশ মিডিয়া ক্লাব লিঃ’ এর অধিভূক্ত সদস্য হিসেবে স্বীকৃতি প্রদান করেন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এমজেড