ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বিনামূল্যে ২ দিনব্যাপী চক্ষুশিবির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
ফরিদপুরে বিনামূল্যে ২ দিনব্যাপী চক্ষুশিবির

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের মনিরুল ইসলাম বেপারির বাড়িতে বিনামূল্যে চক্ষুশিবির শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুই দিনব্যাপী এ চক্ষুশিবির শুরু হয়।



স্থানীয় নূর কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতা ও লায়ন্স ক্লাব অব ঢাকা আদর্শের উদ্যোগে ফ্রি এ চক্ষুশিবির ক্যাম্পের উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব ঢাকা আদর্শের প্রেসিডেন্ট মো. মনিরুল হক।  

নূর কল্যাণ ফাউন্ডেশশের চেয়ারম্যান মো. নূরুল ইসলামের সভাপতিত্বে চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লায়ন্স ক্লাবের ডা. মো আবুল হোসাইন খন্দকার, ডা. শাহীন রেজা চৌধুরী, মো. আশরাফুজ্জমান, আওয়ামী  ওলামালীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা  মো. শহীদুউল্লাহ্ , মোহাম্মদ নায়েব আলী প্রমুখ।

নূরুল ইসলাম জানান, চক্ষু শিবিরে সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা উপজেলার প্রায় তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও  পাঁচ শতাধিক ছানি রোগী অপারেশন  করা  হবে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।