ঢাকা: ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদের (এমডিডিএস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবনের চতুর্থ তলায় সকাল ১১টায় আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় নবগঠিত ময়মনসিংহ বিভাগের চার জেলার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে সবার সম্মতিতে অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ শাহীনকে সভাপতি, জহিরুল আলম নিউটনকে নির্বাহী সভাপতি, আবদুল কুদ্দুস মাখনকে সিনিয়র সহ-সভাপতি, চৌধুরী আফতাবুল ইসলামকে সহ-সভাপতি, ড. উৎপল কুমার সরকারকে সহ-সভাপতি, আজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া ২৯ সদস্যের কমিটিতে নূরে আলম সিদ্দিক মিলনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আবু ছাদাত সাংগঠনিক সম্পাদক, আমিনুল ইসলাম মিলনকে সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
পিআর/এমএ