বগুড়া: বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মুক্তিযুদ্ধের সাতজন বীর সেনার স্মরণে স্থাপিত ‘বীরশ্রেষ্ঠ স্কয়ার’ স্থাপনাটি রক্ষণাবেক্ষণের জন্য বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) উপ-কমিটি গঠন করেছে।
অ্যাসোসিয়েশনের সদস্য বজলুর রশিদ সুইটকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এ উপ-কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- জাফর আহম্মেদ মিলন, শাহীনুর রহমান বিমু, সঙ্গীত রায় বাপ্পী, কাওসার উল্লাহ আরিফ ও আল আমিন।
শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিপিজেএ কার্যালয়ে সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘বীরশ্রেষ্ঠ স্কয়ার’ তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের জন্য বগুড়াবাসী, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এমবিএইচ/এএ