ঢাকা: মালয়েশিয়া থেকে আসা ৪৫ কেজি স্বর্ণের গন্তব্য ছিল রাজধানীর উত্তরা। হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব স্বর্ণ নিরাপদে বের করে রাজু নামের এক ব্যক্তিকে পৌছে দিতেই বাংলাদেশে আসেন তিন মালয়েশীয় নাগরিক।
শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক স্বর্ণ চোরা চালান চক্রের তিন সদস্যকে আটক করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিন ব্যক্তি এসব তথ্য জানায়। তবে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তদন্তের স্বার্থে রাজু সম্পর্কে বিস্তারিত কিছু বলতে রাজি নন।
ঢাকা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান সাংবাদিকদের বলেন, ‘মালেয়শিয়া থেকে স্বর্ণের বড় চালান আসবে- এমন তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১০২ ফ্লাইটের উড়োজাহাজে অভিযান চালানো হয়। পরে ওই উড়োজাহাজ থেকে তিন মালয়েশীয়কে আটক করা হয়।
এ সময় তাদের শরীরে তল্লাশি চালিয়ে এক কেজি ওজনের ৪৫টি সোনার বার জব্দ করা হয়।
‘জব্দ হওয়া বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে উত্তরার একটি ঠিকানায় যাওয়ার কথা ছিল পাচারকারী চক্রের এই তিন সদস্যদের,’ যোগ করেন তিনি।
আটক তিন মালয়েশীয় নাগরিক হলেন- হে ওই খং (৩৮), জোহারি বিন হারুন (৪১) এবং আজওয়ান বিন সালেহিন (২১)।
যুগ্ম কমিশনার সোহেল রহমান জানান, কোমরের বেল্ট ও পায়ের অ্যাংলেটে করে সোনার বারগুলো বেঁধে পাচারের চেষ্টা করেছিলেন তারা। এরমধ্যে ওই খং এর শরীরে ২১টি, আর বাকি দু’জনের শরীরে ১২টি করে মোট ৪৫টি বার জব্দ করা হয়।
তিনি জানান, চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত প্রায় ৬২৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। তবে গত এক বছরে ৪৫কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনা এটাই বড়।
বিমান বন্দর কাস্টম হাউস প্রিভেনন্টিভ দলের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বাংলানিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোর্সরা আগে থেকেই খোঁ-খবর রাখছিলেন। রাতের ফ্লাইটে ঢাকায় আসার কথা থাকলেও চোরাচালান চক্রের এই তিন সদস্য ফ্লাইট পরিবর্তন করেন।
তিনি বলেন, আটক তিনব্যক্তি একাধিকবার বাংলাদেশে আসা–যাওয়া করেছেন। গত এক বছরে ওই খং পাঁচ বার, জোহারি বিন হারুন তিন বার ও সালেহিন দু’বার বাংলাদেশে এসেছেন।
আটক তিনজনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিমান বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান শহীদুজ্জামান সরকার।
** শাহজালালে ৪৫ কেজি স্বর্ণসহ ৩ মালয়েশীয় আটক
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এনএ/জেডএফ/এমএ