ঢাকা: প্রযুক্তি, জ্ঞান ও দক্ষতার আলোকে জাতি গড়ে তুলতে পারলেই দেশের অর্থনীতির ভিত্তি মজবুত ও সার্বিক উন্নয়ন সম্ভব হবে বলে মত দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, এক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ ও কারিগরি শিক্ষার বিস্তার অগ্রণী ভূমিকা রাখতে পারে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জব প্লেসমেন্ট উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের স্টেপ প্রকল্পের সহযোগিতায় সাইক ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (এসআইএমটি) এ উৎসবের আয়োজন করে।
প্রচলিত ও পুরাতন শিক্ষা পদ্ধতির পরিবর্তন করার মত প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বমানের জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতার আলোকে শিক্ষা ব্যবস্থা সাজাতে হবে। তবেই গড়ে উঠবে দক্ষ নাগরিক। এ সময় তিনি কারিগরি শিক্ষায় বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের তথ্য তুলে ধরেন।
শিক্ষামন্ত্রী নতুন প্রজন্মের প্রতি আস্থা প্রকাশ ও দক্ষ শিক্ষক গড়ে তোলার আহ্বান জানান।
নাহিদ বলেন, আমাদের নানাভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি। উন্নয়নের দিকে হাঁটছি। তাই দরিদ্রতা আমাদের লিখন তা মনে করা যাবে না।
শিক্ষাকে ব্যবসা হিসেবে নিলে কেউ উন্নতি করতে পারবে না, এমন মন্তব্য করে তিনি বলেন, আমারা অনেকেই কারিগরি শিক্ষাকে অবহেলা করি। কিন্তু এটি বুঝতে হবে- বড় বড় সনদ পেলেই বড় বড় চাকরি পাওয়া যায় না। তাই কারিগরি শিক্ষা অর্জন করেই দক্ষ নাগরিক হয়ে গড়ে উঠতে হবে।
![](files/Krishibid_Institut__6__284548091.jpg)
মন্ত্রী সাইক ইনস্টিটিউটের জব প্লেসমেন্টের ব্যতিক্রমী উদ্যেগের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যেগ দেখে অনেকেই উৎসাহ পাবেন। এটি খুবই ইতিবাচক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাষ বলেন, বর্তমানে দক্ষতাকে প্রাধান্য দিয়ে সব প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হচ্ছে। তাই দক্ষতাকেই গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে।
এসআইএমটি’র চেয়ারম্যান আবু হাসনাত মো. ইয়াহিয়ার সভাপতিত্বে আরও বক্তব্যে দেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট পরিচালক মো. ইমরান প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য দেন এসআইএমটি’র প্রতিষ্ঠাতা পরিচালক সোহেলী ইয়াছমিন।
অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়ার পাশাপাশি ১২টি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে এসআইএমটি’র সমঝোতা স্মারক সই হয়। এ চুক্তির আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সাইক পলিটেকনিকের উত্তীর্ণ শিক্ষার্থীদের ইন্ড্রাস্ট্রিয়াল ট্রেনিংসহ চাকরির দায়িত্ব নেবে।
এছাড়া উৎসব উপলক্ষে প্রকাশিত বিশেষ পুস্তিকার মোড়ক উন্মোচন এবং দক্ষ শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
একে/আইএ