নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মনোয়ার হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের কিসামতের চরে এ দুর্ঘটনা ঘটে।
শিশু মনোয়ার খগাখড়িবাড়ী ইউনিয়নের খয়বর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ির সবার অজান্তে শিশুটি পুকুরের পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজি করে সন্ধ্যায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এমজেড