বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় ১০ দফা দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের উপজেলা কমিটির সভাপতি শ্রীকান্ত মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট দুলাল কুণ্ডু, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেত্রী রিতি রানী উরাও, উপজেলা ক্ষেতমজুর সমিতির নেতা আব্দুস সাত্তার, ভাষা সৈনিক চুনিলাল কুণ্ডু, শাজাহান আলী, নিমাই ঘোষ, সিপিবি নেতা হরিশংকর সাহা, আবু তালেব আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা সমিতির নবম জাতীয় সম্মেলনের সফলতা কামনা করেন। একইসঙ্গে ঘোষিত ১০ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এমবিএইচ/এসএস