ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

দর্শনায় বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
দর্শনায় বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দর্শনা বিওপির প্রধান খুঁটি ৭৬ এর কাছে দর্শনা আইসিপি সম্মেলন কেন্দ্রে এ বৈঠক হয়।



ঘণ্টাব্যাপী বৈঠকে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে মাদকদ্রব্যের পাচার রোধ, কাঁটা তারের বেড়া না কাটা, উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সুসম্পর্ক, অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধ বিষয়ে আলোচনা হয়।

এতে বিজিবির পক্ষে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান ও ভারতের পক্ষে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট সুরেশ কুমার নেতৃত্ব দেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।