নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত জিকরুল মিয়া (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হন তিনি।
নিহত জিকরুল উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা গ্রামের সফদ্দি মামুদের ছেলে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- একই এলাকার মোশাররফ হোসেন, সম্রাট, স্বাধীন ও সেতু।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে জিকরুল হক বাজারে যাচ্ছিলেন। পথে প্রতিবেশী আশরাফুল ইসলাম ও মিজানুর রহমান লাঠি দিয়ে পিটিয়ে তাকে আহত করেন।
স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা যান তিনি।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
মারধরের ঘটনায় শুক্রবার নিহতের মামা থানায় লিখিত অভিযোগ দেন। সেটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এমজেড