রাজশাহী: আসন্ন দুর্গাপূজায় নতুন জামা না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রিয়াংকা দাস (১৬) নামে দশম শ্রেণি পড়ুয়া এক কিশোরী।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে মহানগরীর শিরোইল রেলকলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রিয়াংকার বাবা প্রদীপ কুমার দাস একজন রেলের কর্মচারী।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের জানান, নতুন জামা কিনবে বলে কয়েক দিন ধরে বাবা-মায়ের কাছে বায়না করছিলো প্রিয়াংকা।
এ নিয়ে শনিবার সকালে প্রিয়াংকাকে বকাবকি করেন তার বাবা-মা। এ ঘটনায় অভিমানী প্রিয়াংকা বিকেলে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরে পরিবারের অন্য সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে নামিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। কিন্তু জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৪
এসএস/এসএস