গাজীপুর: গাজীপুরের শ্রীপুর মুলাইদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর এলাকাবাসী ও নিহতের সহকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় যান চলাচল কিছু সময় বন্ধ হয়ে যায়।
গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর জোনের পরিদর্শক জাকির হোসেন বাংলানিউজকে জানান, নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
আইএ