গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে সাড়ে ৬ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার ভাসারপাড়া গ্রামে একটি মেহগনি গাছ থেকে সাপটি উদ্ধার করা হয়।
গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফজলুল করিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে ওই গ্রামের আকবর আলীর মেহগনি গাছে অজগর সাপটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে। পরে অজগরটি রংপুরের মিঠাপুকুর ইকো পার্কে অবমুক্ত করার জন্য পাঠানো হয়।
গাইবান্ধা জেলা বন বিভাগের ফরেস্ট অফিসার শহীদুল ইসলাম জানান, সন্ধ্যায় অজগরটি মিঠাপুকুর ইকো পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসআর