ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ৩শ পিস ইয়াবাসহ সানজিদ হোসেন ওরফে আজগর নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আটককৃত আজগর সদর উপজেলার হরিহরপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে।



শনিবার (১০ অক্টোবর) রাত ৯টায় ঠাকুরগাঁও রোড এলাকার পোস্ট অফিসের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) বাশারের নেতৃত্বে ঠাকুরগাঁও রোড পোস্ট অফিসের সামনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় আজগরের কাছ থেকে ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২১০৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।