পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় আগুনে ১৫টি পরিবারের ৩৫টি ঘর পুড়ে গেছে।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ-সরকার পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
এ সময় ঘরের আসবাপত্র, নগদ টাকা, ধান-চালসহ ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
খবর পেয়ে পার্শ্ববর্তী বোদা উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহেদ বাংলানিউজকে জানান, রাতে ওই এলাকার ফারুক হোসেনের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এ খবর বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এমজেএফ/